1
গাংনীতে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, এক লাখ টাকা জরিমানা
এম চোখ ডটকম, গাংনী :
মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ব্রিকস ইটভাটায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার দুপুরে গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিদ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে অবৈধভাবে ইটভাটায় কাঠ পোড়ানোর প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধনী ২০১৯) এর ৬ ধারায় ভাটাটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এ সময় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিপু সুলতান, বাংলাদেশ সেনাবাহিনীর গাংনী ক্যাম্পের সদস্য এবং গাংনী থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।