গাংনী প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ
এম চোখ ডট কম, গাংনী:
মেহেরপুরের গাংনী প্রেস ক্লাবের নব নির্বাচিত দ্বিবার্ষিক কমিটির সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে গাংনী প্রেস ক্লাবে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নির্বাহী কমিটির সদস্যবৃন্দ শপথ গ্রহণ করেন।
অনুষ্ঠানে নব নির্বাচিত নির্বাহী কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান মেহেরপুর প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ও আরটিভি/দৈনিক মাথাভাঙ্গা প্রতিনিধি মাজেদুল হক মানিক।
সভাপতি হিসেবে দৈনিক সময়ের আলোর জেলা প্রতিনিধি তৌহিদ উদ দৌলা রেজা, সাধারণ সম্পাদক হিসেবে বণিক বার্তার জেলা প্রতিনিধি মাহাবুব আলম সাধারণ, দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি মজনুর রহমান আকাশ (সহসভাপতি), দৈনিক ভোরের ডাক পত্রিকার গাংনী উপজেলা প্রতিনিধি জুরাইস ইসলাম (যুগ্মসম্পাদক), বাংলাদেশ বার্তা প্রতিনিধি তাহেরুল ইসলাম তপন (কোষাধ্যক্ষ),মিজানুর রহমান (সাংগঠনিক সম্পাদক), জিনারুল ইসলাম দিপু (দপ্তর সম্পাদক) ও নির্বাহী সদস্য হাবিবুর রহমান শপথ গ্রহণ করেন।
গাংনী প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী দায়িত্ব পালন এবং এর পবিত্রতা রক্ষা, গণমাধ্যমের স্বাধীনতা, পেশাগত সততা ও নিরপেক্ষতা বজায় রাখাসহ সত্য, বস্তুনিষ্ঠ ও জনকল্যাণমূলক সংবাদ পরিবেশনে শপথ গ্রহণ করেন তারা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাংনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি রমজান আলী, মেহেরপুরের চোখ বার্তা সম্পাদক মীর শামীম, লাখোকণ্ঠ ও শিক্ষাবার্তার জেলা প্রতিনিধি এসএম রফিকুল ইসলাম বকুল, শাহীন আহম্মেদ ও প্রবাসী সাংবাদিক সাইদুর রহমান সাবুসহ গাংনী প্রেস ক্লাবের সদস্যবৃন্দ।