91
বাংলদেশ জাতীয় পার্টির মেহেরপুর জেলা আহবায়ক কমিটি অনুমোদন
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) মেহেরপুর জেলা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে গাংনীর কামরুল হাসান (টুটুল) আহবায়ক এবং মেহেরপুরের আলমগীর হোসেন সদস্য সচিব মনোনীত হয়েছে।
বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান ২১ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেন।
কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র যুগ্ম আহবায়ক আহবান হাবিব, মোস্তফা কামাল ও আক্তারু্জ্জামান। যুগ্ম আহবায়ক- হাসাদুল ইসলাম, হেলাল উদ্দীন, জিয়ারুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব- জাহিদুল ইসলাম, সাবাব্বত হোসেন ও শাহিন হোসেন। সম্মানিত সদস্য- আসলাম উদ্দীন, আবু হোসেন সাইদ, বিক্রম কুমার দাস, রাশেদ আলী, কাদের গনি, রফিকুল ইসলাম, সাদমান সাকিব, ফারদিন হোসেন, জিহাদ ও হুরাইরা।