মুক্তিযোদ্ধা সংসদ মেহেরপর কমান্ডের আহবায়ক শামসুল আলম সোনা
এম চোখ ডট কম, গাংনী:
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মেহেরপুর জেলা কমান্ড ইউনিটের এডহক কমিটির আহবায়ক হলেন গাংনী উপজেলার সাবেক কমান্ডার শামসুল আলম সোনা। মুক্তিযোদ্ধাদের সংগঠিত এবং তাদের পাশে থাকা শাসমুল আলম সোনাকে আহবায়ক করে জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠন করবে কেন্দ্রীয় সংসদ।
দেশের বিভিন্ন জেলায় আহবায়ক কমিটি নিয়ে নানা জটিলতা সৃষ্টি হয়েছে। এসব পার করে শামসুল আলম আহবায়ক হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন বার্তায় ভাসছেন।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কাউন্সিলের আহবায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত এ জেলা ইউনিট কমান্ডের এডহক কমিটির সদস্য মোট ১১ জন। এর মধ্যে একজন করে আহবায়ক, যুগ্ম আহবায়ক ও সদস্য সচিব এবং বাকি ৮ জন সদস্য। যুগ্ম আহবায়ক বীর মুক্তেযোদ্ধা সিরাজুল ইসলাম মল্লিক ও সদস্য সচিব রায়হানুল কবির। সদস্যরা হলেন- বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, কামাল উদ্দীন, আঃ রশিদ, মোজাম্মেল হক, সাবদার আলী, মাহাবুল হক, গরুদাস হালদার ও জামিন উদ্দীন।