মেহেরপুরের বারাদীতে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
এম চোখ ডট কম, গাংনী:
তারুন্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে বারাদী ইউনিয়নে ওয়ার্ড ভিত্তিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে।
রবিবার বিকাল ৫টায় মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ২নং ওয়ার্ড (রাজনগর-যুগিন্দা) ও ৪নং ওয়ার্ড (মোমিনপুর-বারাদী) ফাইনাল খেলায় অংশগ্রহন করে।
বারাদী ইউনিয়ন পরিষদ আয়োজিত উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ও প্রশাসক, বারাদী ইউনিয়ন পরিষদ রকিবুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম। ফাইনাল খেলায় ২-১ গোলে ২নং ওয়ার্ড চ্যাম্পিয়ন হয়। এই খেলায় তাফসির ম্যান অফ দ্যা ম্যাচ হিসাবে গৌরব অর্জন করেন।
এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য কামরুজ্জামান মুকুল, বারাদী ইউনিয়র বিএনপির সভাপতি আফারুল ইসলাম ডাবলু,ইউপি সচিব আজিম উদ্দিন, লিটন, মনিরুজ্জামান মনি, আমেরিকান প্রবাসী ও ক্রীড়ানুরাগী ব্যাক্তিত্ব মাসাদুল ইসলাম। খেলা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা চ্যাম্পিয়ন দল হাতে ট্রফি তুলে দেন, এবং অন্যান্য আমন্ত্রিত অথিতিরা খেলোয়াড়দের হাতে ক্রেস্ট তুলে দেন