মেহেরপুর তহবাজার ব্যবসায়ী সমিতির ভোট সম্পন্ন, হাফিজ সভাপতি, আলাল সম্পাদক
এম চোখ ডট কম, মেহেরপুর:
মেহেরপুর বড় বাজার ব্যবসায়ী প্রতিষ্ঠানের সংগঠন তহবাজার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে ২৭৪ ভোট পেয়ে সভাপতি হিসেবে হাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে ৩০১ ভোট নিয়ে আলাল মালিথা নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু হানিফ পেয়েছেন ২১৬ ভোট, আর সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সফিকুল ইসলাম সফিক পেয়েছেন ২৭৩ ভোট।
এর আগে কাঁচামাল, মাছ, আড়ত ও মুদিখানা ও চাল ব্যবসায়ীদের এ সংগঠনের ভোটগ্রহণ সম্পন্ন হয়। আজ রোববার দিনভর সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোট গ্রহণ । তহ বাজার ব্যবসায়ী সমিতি কার্যালয় এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
৩ সদস্য বিশিষ্ট কমিটির প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ড. আলিবউদ্দিন। ৮টি পদের বিপরীতে ১৭ জন প্রার্থী ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে। ১৩ টি পদের মধ্যে বাকি ৫টি পদে তাই নির্বাচিত হয়েছেন প্রার্থীরা। সকাল থেকেই ভোটকেন্দ্রের সামনে প্রার্থীদের সমর্থকরা স্লোগানে মুখরিত করে রাখে।
এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে আলামিন, সহ সভাপতি পদে শামীম হাবিব , সিনিয়র যুগ্ম সম্পাদক পদে লিটন মিয়া , আব্দুল মতিন অর্থ সম্পাদক পদে, দপ্তর সম্পাদক পদে ফেরদৌস আলী এবং ক্রীড়া সম্পাদক পদে আলহামদো নির্বাচিত হন।
এর আগে পাঁচটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তারা হলেন যুগ্ম সম্পাদক পদে সাহেব আলী, নির্বাহী সদস্য পদে ৪জন হলেন ইউনুস আলী, শহিদুল ইসলাম, মোহাম্মদ আলী ও মোঃ স্বপন। তহবাজার ব্যবসায়ী সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৬২৫ যার মধ্যে ভোট দিয়েছেন ৬০৭ জন।
সর্বশেষ ২০১৮ সালে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল সংগঠনটির। তাইন নতুন নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় বড়বাজার এলাকায়।