মেহেরপুরে শাহজালাল ইসলামী ব্যাংক এর উদ্যোগে গাছের চারা বিতরণ।
এম চোখ ডটকম, বারাদী
সামাজিক বনায়ন কর্মসূচির অংশ হিসেবে মেহেরপুরে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। আজ রবিবার বিকেল চারটায় মেহেরপুর শহরের প্রাণকেন্দ্র জিনিয়াস স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে ৫০০ টি গাছের চারা বিতরণ করা হয়। শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি মেহেরপুর শাখার ব্যবস্থাপক আরজুল্লাহ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রিতা পারভীন এর উপস্থিতিতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। শাহজালাল ইসলামী ব্যাংক মেহেরপুর শাখার ব্যবস্থাপক আরজুল্লাহ বলেন, বিভিন্ন প্রকার প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ও সামাজিক বনায়ন সৃষ্টির লক্ষ্যে দায়বদ্ধতার জায়গা থেকে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শাহজালাল ইসলামী ব্যাংক সারাদেশে এই বৃক্ষরোপন কর্মসূচী বাস্তবায়ন করছে। এসময় ব্যাংকের অনান্য কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।