187
এম চোখ ডটকম, গাংনী:
রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী বাস চাপায় নিহত হয়েছে আম্মান (৩) নামের এক শিশু। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের পশ্চিম মালসাদহ ব্রীজের সন্নিকটে এ দুর্ঘটনাটি ঘটে। শিশু আম্মান গাংনীর পশ্চিম মালসাদহ গ্রামের আব্দুর রহিমের ছেলে।
আম্মানের মা হেনা খাতুন জানান, ঘটনার সময় আম্মান রাস্তা পার হয়ে তার দাদীর কাছে যাবার সময় কুষ্টিয়া থেকে মেহেরপুর গামী একটি যাত্রিবাহী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন আম্মানকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ডিউটি অফিসার হাফিজুর রহমান জানান, দূর্ঘটনার ব্যাপারে কোন অভিযোগ না করায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।