গাংনীতে র্যাবের অভিযানে গাঁজাসহ পাচারকারী আটক
এম চোখ ডটকম,গাংনী:
আলফাজ শেখ(৫৩) নামের এক ব্যাক্তিকে আটক করেছে র্যাব। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে পাঁচকেজি গাঁজা ও গাঁজা বিক্রির ৩০ হাজার টাকা। আজ শনিবার দুপুরে র্যাব-১২ মেহেরপুরের গাংনী ক্যাম্পের একটি টীম চোখতোলা মাঠের রাস্তা থেকে তাকে আটক করে। র্যাবের দাবী, আটককৃত আলফাজ একজন চিহ্নিত মাদক পাচারকারী। সে গাংনীর তেরাইল গ্রামের মৃত আব্দুর রহমান শেখের ছেলে।
গাংনী র্যাব ক্যাম্প কমান্ডার সিনিয়র এএসপি গোলাম ফারুক জানান, আলফাজ একজন চিহ্নিত মাদক পাচারকারী। সে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক পাচার করতো। সে মাদক নিয়ে চোখতোলাতে অবস্থান করছে মর্মে সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় তার কাছ থেকে পাঁচ কেজি গাঁজা ও গাঁজা বিক্রির ৩০ হাজার টাকা পাওয়া গেলে তাকে আটক করা হয়।
আলফাজ শেখের বিরুদ্ধে মাদক মামলাসহ গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।