716
মহরম উপলক্ষে মেহেরপুরে বসেছে শতবর্ষী মেলা
এম চোখ ডটকম,মেহেরপুর:
১০ই মহরম উপলক্ষে শতবর্ষী মেলা বসেছে মেহেরপুরে। সদর উপজেলার ভারত সীমান্তবর্তী কুতুবপুর প্রাইমারী স্কুল মাঠে বসে এ মেলা। সকাল থেকেই মেলা প্রাঙ্গণে ভিড় জমান হাজারো মানুষ। মেলা উলক্ষে শত অর্ধশত দোকানীরা বিভিন্ন ধরনের খেলনা সহ নানা সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন দোকানীরা। শিশুদের বিনোদনের জন্য বসানো হয়েছে নাগর দোলা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে এ মেলা।
এদিকে মেলার সার্বিক নিরাপত্তায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শিয়া বা সুন্নি নয়, পুর্বপূরুষদের পরাম্পরায় প্রতি বছরই এ মেলার আয়োজন করেন এলকাবাসী।