274
মেহেরপুরে ধর্মীয় সং.খ্যা.ল.ঘু সুরক্ষা আইন দেবোত্তর বোর্ড গঠনসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন
এম চোখ ডটকম,মেহেরপুর: ধর্মীয় সংখ্যালঘু সুরক্ষা আইন, দেবোত্তর বোর্ড ও হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ফাউন্ডেশনসহ বিভিন্ন দাবি বাস্তবায়নের বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মেহেরপুর জেলা শাখা ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে মানববন্ধন পালন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচ টার দিকে মেহেরপুর প্রেসক্লাবের সম্মুখে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন মাধব চন্দ্র ভাস্কর বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক মেহেরপুর অনিল কুমার বিশ্বাস, সদস্য সনজিৎ পাল বাপ্পি। বাংলাদেশ পূজা উদযাপন কমিটির মেহেরপুর জেলা আহ্বায়ক সাথী বিশ্বাস ,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের র মহিলা আহ্বায়ক। আরো উপস্থিত ছিলেন মেহেরপুর বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা সাধারণ সম্পাদক সদর উপজেলা সাধারণ সম্পাদক মঙ্গল বিশ্বাস পৌর শাখার সম্মানিত সাধারণ সম্পাদক তরুণ বিশ্বাস প্রমুখ।
আধাঘন্টা ব্যাপি এই মানববন্ধনে মেহেরপুরের বেশ কয়েকজন সনাতন ধর্মাবলম্বী অংশ নেন। বক্তারা নির্বাচনের পূর্বে উল্লেখিত দাবিসমূহ পূরণ করার জোর দাবি জানান। এছাড়া দুর্গা পূজায় তিন দিনের সরকারি ছুটি ঘোষণা এবং অর্পিত সম্পত্তি ফিরে পেতে সহজীকরণের জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হয়।