আবারও জেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান সন্ধানী অধ্যক্ষ
এম চোখ ডট কম, গাংনী :
মেহেরপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান হওয়ার গৌরব অর্জন করেছেন সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ হাবিবুর রহমান। মেহেরপুর জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত করা হয় হাবিবুর রহমানকে। এ নিয়ে তিনবার জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরলেন তিঁনি।
বুধবার মেহেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামের কাছ থেকে সনদ ও ক্রেস্ট গ্রহণ করেন সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ হাবিবুর রহমান।
জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠানিকভাবে বিভিন্ন ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ স্কাউট, শ্রেষ্ঠ গার্লস গাইড, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ও সাংস্কৃতিক ইভেন্টে শ্রেষ্ঠদের মাঝে ক্রেস্ট, সার্টিফিকেট এবং প্রাইজমানি প্রদান করা হয়।
পর পর তিনবার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কলেজ পর্যায়ে) নির্বাচিত হওয়ায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের শুভেচ্ছায় সিক্ত অধ্যক্ষ হাবিবুর রহমান।
আরও পড়ুন : আবারও সেরা শ্রেণি শিক্ষক দিলারা আফরোজ শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি বাতিল