আসল নোটের বৈশিষ্ট্য জানা থাকলেই জাল নোট প্রতিরোধ সম্ভব ।। গাংনীতে কর্মশালা
এম চোখ ডট কম, গাংনী:
আসল নোটের বৈশিষ্ট্য জানা থাকলেই জাল নোট প্রতিরোধ সম্ভব হলে জানালেন বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা। জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিকল্পে মেহেরপুরের গাংনীতে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
বাংলাদেশ ব্যাংক রাজশাহী অঞ্চলের উদ্যোগে এবং সোনালী ব্যাংক গাংনী শাখার আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে বৃহস্পতিবার দুপুরে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আসল নোট এবং জাল নোটের মধ্যে পার্থক্যসহ নানা বিষয় তুলে ধরা হয় যার মাধ্যমে একজন মানুষ সহজেই শনাক্ত করতে পারবেন কোনটি জাল আর কোনটি আসল নোট।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা, বাংলাদেশ ব্যাংক রাজশাহী অফিসের যুগ্ম পরিচালক মোতাহার হোসেন, সহকারী পরিচালক শাহিনুর আলম, সোনালী ব্যাংক চুয়াডাঙ্গা প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার খন্দকার আব্দুস সালাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সেনালী ব্যাংক গাংনী শাখার ম্যানেজার বজলুর রশিদ।
অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যাংক কর্মকর্তা, শিক্ষক, ব্যবসায়ীর সংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।