কালবেলার প্রতিনিধিকে গাংনী প্রেস ক্লাবে বরণ
এম চোখ ডট কম, গাংনী:
জাতীয় দৈনিক কালবেলার গাংনী উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন কৌশিক বাপ্পি। শনিবার বিকেলে গাংনী প্রেস ক্লাব তাকে বরণ করে নেয়।
গাংনী প্রেস ক্লাব সভাপতি তৌহিদ-উদ-দৌলা রেজা, সাধারণ সম্পাদক মাহবুব আলম, সাবেক সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক, যুগ্ম সম্পাদক জুরাইস ইসলাম, সাংবাদিক মীর শামীম, রফিকুল আলম বকুল ও শাহীনুজ্জামানসহ গাংনী প্রেস ক্লাবের সাংবাদিকরা শুভেচ্ছা জ্ঞাপন করেন কৌশিক বাপ্পিকে।
কৌশিক বাপ্পি গাংনী পৌরসভার পূর্বমালসাদহ গ্রামের প্রয়াত ব্যবসায়ী রুহুল আমিনের বড় পুত্র। কালবেলার শুরু থেকেই তিনি ঢাকা অফিসে কর্মরত ছিলেন।
বরণ অনুষ্ঠানে গাংনী প্রেস ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, গাংনী প্রেস ক্লাব হচ্ছে সংবাদ চর্চার স্থান। বস্তুনিষ্ট সংবাদ সংগ্রহ করে তা প্রচার ও প্রকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন গাংনী প্রেস ক্লাবের সাংবাদিকরা। জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় দৈনিক ও টেলিভিশনের প্রতিনিধিত্ব করেন গাংনী প্রেস ক্লাবের অনেক সদস্য।
পাঠক ও দর্শকদের কথা মাথায় রেখেই সাংবাদিকতা করেন এখানকার সাংবাদিকরা। তাই যারা সংবাদিকতায় নতুন প্রবেশ ক করছেন তাদেরকে এই পথের সব কিছু সম্পর্কে ধারণা থাকা জরুরু। সাংবাদিকরা তাদের বিবেক দিয়ে সবকিছু বিবেচনা করেই পেশাগত দায়িত্ব পালন করেন। যে ধারা অব্যহত রেখে নবীরা এগিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সাংবাদিক নেতৃবৃন্দ।