কোন রকম ত্রুটি হলে কেন্দ্রের ভোট স্থগিত- নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান
এম চোখ ডট কম, মেহেরপুর :
ভোট কেন্দ্রে কোন প্রকার কারচুপি এবং ভোটাররা বাধাগ্রস্থ হলে সেই কেন্দ্রের ভোট স্থগিত করা হবে। পরবর্তীতে পুরো এলাকা নিরাপত্তা বলয় তৈরী করে ভোটারদের নিয়ে এসে আবার ভোট গ্রহণ করা হবে। সুষ্টু, নিরপেক্ষ ভোটের বিষয়ে কমিশনের অবস্থান জিরো টলারেন্স। সব প্রার্থীই কমিশনের কাছে সমান। নিরপেক্ষ ভোটের ব্যাপারে সন্দেহের কোন অবকাশ নেই।
উপরোক্ত কথাগুলো বলেছেন কমিশন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান। মঙ্গলবার সন্ধ্যায় মেহেপুর জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে উপরোক্ত তিনি এ কথাগুলো বলেন তিনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেপুর ও চুয়াডাঙ্গার জেলার চারটি আসনের প্রতিদ্বন্দী প্রার্থী, রির্টানিং অফিসার, আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ঠ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিদের বিফ্রিং করেন তিনি।
বিএনপির নির্বাচনে অংশ গ্রহণের বিষয়ে তিনি বলেন, নির্বাচন কমিশনকে বিএনপি স্বীকারই করে না। তাদের নির্বাচনে নিয়ে আসতে চেষ্টার কোনো ত্রুটি ছিল না। তাদের পা ধরতে বাকি রাখছি। ব্যক্তিগত ভাবেও আমি চেষ্টা করেছি।
নির্বাচনী মাঠে অনিয়ম থাকলে তার যথাযথ প্রমাণ সাপেক্ষে তুলে ধরার আহবান জানিয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, কোথাও কারচুপি কিংবা ভোটারদের বাধাগ্রস্থ হলে ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হবে। নির্বাচনের সাথে সম্পৃক্ত রির্টার্নিং কর্মকর্তা থেকে শুরু করে যারাই দায়িত্ব পালন করবেন তাদের কারও কোন অনিয়ম ছাড় দেওয়া হবে। কেউ অন্যায় করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিদেশি পর্যটকদের অংশগ্রহণের বিষয়ে সাংবাদিকরদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সকলের জন্য নির্বাচন পর্যবেক্ষণ উন্মুক্ত। তবে বৈদেশিক কিংবা অর্থনৈতিক চাপ নেই। নির্বাচন কমিশন সম্পূর্ণ চাপমুক্ত বলেও তিনি দাবি করেন।
নির্বাচন কমিশন শক্তিশালী উল্লেখ করে তিনি আরও বলেন, আমাদের সাথে মিলে যাচ্ছে সরকারের সদ্দিচ্ছা। তাই ভাল নির্বাচন হবে। প্রার্থীদেরকে বলে দিয়েছি আমাদের অবস্থানের কথা। সেনাবাহিনী সহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।
এর আগে বিকাল চারটায় মেহেপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মতবিনিময় সভা শুরু হয়। সেখানে দুই জেলার ৪টি আসনের প্রতিদ্বন্দী প্রার্থী ছাড়াও, বিজিবি, র্যাব, পুলিশ, আনছার কর্মকর্তবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা প্রশাসক শামীম হাসান।
আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ডক্টর কিসিঞ্জার চাকমা, মেহেরপুর পুলিশ সুপার এসএম নাজমুল হক, চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান প্রমুখ।
আরও পড়ুন : মেহেরপুর-১ তাহলে কী দ্বিমুখী লড়াই হতে যাচ্ছে ? দুই–তৃতীয়াংশের বেশি আসনে স্বতন্ত্র প্রার্থীরা