গাংনীতে চালককে কুপিয়ে মোটর সাইকেল ডাকাতি
এম চোখ ডট কম, গাংনী :
মেহেরপুরের গাংনীর সাহারবাটি মাঠের সড়কে গতিরোধ করে একটি মোটর সাইকেল ছিনিয়ে নিয়েছে ডাকাতরা। একইসাথে ডাকাতের ধারালো অস্ত্রের কোপে রক্তাত্ব জখম হয়েছেন মোটর সাইকেল চালক সাদ্দাম হোসেন (৩৬)। শনিবার (৮ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে এ সড়ক ডাকাতির ঘটনা ঘটে।
আহত সাদ্দাম হোসেন গাংনী পৌরসভার ৮ নং ওয়ার্ড বাগানপাড়ার সিদ্দিক মিয়ার ছেলে।
আহত ও পুলিশ সুত্রে জানা গেছে, ঘটনার সময় সাদ্দাম ও তার প্রতিবেশী লাভলু মোটর সাইকেলযোগে ঘুরতে বের হন। গাড়াডোব টু সাহারবাটি সড়কে মাঠের মধ্যে কালভার্টের কাছে পৌঁছুলে ৬/৭ জন ডাকাত তাদের গতিরোধ করে। ধারালো অস্ত্রসস্ত্র দেখিয়ে তাদের জিম্মি করে। চোখ বেঁধে মাঠের মধ্যে নিয়ে যায় সাদ্দামম ও লাভলুকে। এসময় তাদের কাছ থেকে নগদ ১২ হাজার টাকা ও তাদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন এবং একটি হোন্ডা হর্নেট ১৫০ মোটরসাইকেল (টিয়া রঙের) ছিনিয়ে নেয় অস্ত্রধারী ডাকাতরা। যাওয়ার সময় ধারালো অস্ত্র দিয়ে সাদ্দামের পিঠে কোপ দেয় এবং লাভলুকে মারধর করে। ডাকাত সদস্যরা তাদেরকে মাঠের মধ্যে ফেলে রেখে পালিয়ে যায়। পরে সাদ্দাম ও লাভলুর চিৎকারে পথচারী কয়েকজন এগিয়ে গিয়ে তাদের উদ্ধার করে গাংনী হাসপাতালে প্রেরণ করে।
সাদ্দাদের পিঠে জখমস্থলে কয়েকটি সেলাই দেওয়া হয়েছে। তবে তিনি আশংকামুক্ত বলে জানা গেছে।
এদিকে খবর পেয়ে গাংনী থানা পুলিশের একাধিক দল অভিযান শুরু করেছে। ডাকাতি হওয়া সোটর সাইকেল উদ্ধার ও ডাকাত আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক।
এদিকে হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজ নেন সাবেক এমপি মকবুল হোসেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান মুকুল।