গাংনীতে পুলিশের অভিযানে তিন গরু চোর গ্রেপ্তার
গরু চুরির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে গরু বিক্রির নগদ ৫০ হাজার টাকা। বুধবার দিবাগত রাতে গাংনী থানার ধলা ক্যাম্প পুলিশের একটি টীম গাড়াবাড়িয়া গ্রামে এ অভিযান চালায়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে- ইনারুল ইসলাম (৪০), বেল্টু হোসেন (২৩) ও ইকরামুল হক (১৮)।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, গত ১০ সেপ্টেম্বর দিবাগত রাতে গাঁড়াবাড়িয়া গ্রামের কৃষক শরিফুল ইসলামের একটি এঁড়ে গরু চুরি হয়। এঘটনায় গরুর মালিক গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার সন্দিগ্ধ আসামী হিসেবে ইনারুল ইসলাম, বেল্টু হোসেন ও ইকরামুলকে গ্রেপ্তার করা হয়।এসময় ইনারুল ইসলামের স্বীকারোক্তি মোতাবেক তার হেফাজত থেকে গরু বিক্রির ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।