গাংনীতে পুলিশ কনস্টেবলের রহস্যজনক মৃত্যু
এম চোখ ডট কম, গাংনী:
মেহেরপুরের গাংনী উপজেলার এলাঙ্গী পুলিশ ক্যাম্পে কর্মরত শাহেদ (২৬) নামের এক কনস্টেবলের রহস্যজনক মৃত্যু ঘটেছে। আজ রোববার সকাল ৯টার দিকে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত শাহেদের মরদেহ ময়না তদন্তের জন্য মেহেরপুর মর্গে প্রেরণ করা হয়।
শাহেদ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া গ্রামের বজলুর রহমানের ছেলে।
এলাঙ্গী পুলিশ ক্যাম্পের ইনচার্জ সুফল জানান, আজ রোব্বার সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত সেন্ট্রি ডিউটি ছিল শাহেদের। ডিউটি শেষে পরের সেন্ট্রিকে ডিউটি না বুঝিয়ে দিয়ে সে বিছানায় শুয়ে পড়ে। রুমের সহকর্মীরা তার নাক মুখ দিয়ে বিজলী ও ফেনা দেখতে পেয়ে তড়িঘড়ি গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জামিরুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে গাংনী থানার ওসি ও মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলম শাহেদের মরদেহ দেখতে স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন ও মৃত্যু রহস্য উম্মোচনের জন্য মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। ময়নাতদন্ত এবং পুলিশের তদন্তে তার মৃত্যু রহস্য উদঘাটনের চেষ্টা চলছে বলে জানান পুলিশ সুপার।
আরও পড়ুন: লিঙ্গ পরিবর্তন করে বিয়ে, অতঃপর... গাংনীতে বালু ব্যবসায়ীর মৃত্যু রহস্য উন্মোচন ॥ ট্রাক্টর চালকের জবানবন্দী