গাংনীর বি টি ডি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত
এম চোখ ডট কম,গাংনী:
গাংনীর বি টি ডি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দূর্ণীতি ও স্বজন প্রীতির অভিযোগ সেই সাথে অসদুপায় অবলম্বন করে অবৈধভাবে শিক্ষক কর্মচারী নিয়োগ সংক্রান্ত অভিযোগ তদন্ত করেছেন মেহেরপুর জেলা শিক্ষা অফিসার। দূর্ণীতি দমন কমিশনের আদেশপ্রাপ্ত হয়ে তিনি সোমবার সকালে তদন্তে আসেন। তবে তদন্ত প্রতিবেদন সম্পর্কে কোন কিছু জানানো হয়নি। আগামী ১১ মে’র মধ্যেই এ প্রতিবেদন জমা দানের নির্দেশ রয়েছে বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান আব্বাছ আলী।
তদন্ত কর্মকর্তা মেহেরপুর মাধ্যমিক শিক্ষা অফিসার জানান, দুর্নীতি দমন কমিশন অধিদপ্তর কর্তৃক একটি চিঠিতে বি টি ডি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তের জন্য বলা হয়েছে। সে আলোকে বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়েছে। সেগুলো যাচাই বাছাই করে একটি প্রতিবেদন প্রেরণ করা হবে। তবে কোন অনিয়ম পরিলক্ষিত হয়েছে কিনা তিনি তা জানাতে অপারগতা প্রকাশ করেন।
প্রসঙ্গতঃ ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক সভাপতির স্বাক্ষর নকল করে ও মোটা অংকের টাকা লেন দেনের মাধ্যমে তিনজন শিক্ষক কর্মচারী নিয়োগ দেন বলে স্থানীয় লোকজন অভিযোগ করেন। এ নিয়ে বেশ কয়েকবার সংবাদ সম্মেলন ও বিভিন্ন দপ্তরে অভিযোগ দেন তারা। এরই প্রেক্ষিতে তদন্ত শুরু হয়।