গাংনীর হিজলবাড়ীয়া থেকে চারটি বোমা ও চিরকুট উদ্ধার
এম চোখ ডট কম, গাংনী :
মেহেরপুর গাংনীর হিজলবাড়ীয়া গ্রাম থেকে চারটি বোমা ও চাঁদা দাবি সম্বলিত একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১০এপ্রিল) সকাল সাড়ে ৮ টার দিকে গাংনী থানা পুলিশের একটি দল এগুলো উদ্ধার করে।
পুলিশ জানায়, হিজলবাড়ীয়া গ্রামের প্রবাস ফেরত বিশারত আলীর বসত ঘরের সামনে গেল রাতে অজ্ঞাত সন্ত্রাসিরা চারটি বোমাসহ একটি ব্যাগ রেখে যায়। খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বোমা চারটি উদ্ধার করে বিপদমুক্ত করেন ওই বাড়ির লোকজনকে। বোমার সাথে একটি চিরকুট পেয়েছে পুলিশ। অজ্ঞাত সন্ত্রাসিরা ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করেছে ওই চিরকুটে। চাঁদা না পেলে বোমা মেরে বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে চিরকুটে। তবে কোথায় কিভাবে চাদা দিতে হবে এবং কারা চাদা গ্রহণ করবে তার কিছুই উল্লেখ নেই উদ্ধার হওয়া চিরকুটে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানিয়েছেন, বোমা আতংক সৃষ্টি করে চাঁদা আদায়ের জন্য এগুলো রাখা হতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।