গাংনী ইউএনও এবং দুই ইউপি চেয়ারম্যান পুরস্কৃত
এম চোখ ডট কম, গাংনী:
সরকারি নির্দেশনা বাস্তবায়নে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমের সফলতার স্বীকৃতি হিসেবে গাংনী ইউএনও সাজিয়া সিদ্দিকা সেতু, সাহারবাটি ইউপি চেয়ারম্যান মশিউর রহমান ও কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানাসহ দুই ইউপির সচিবকে পুরস্কৃত করা হয়েছে। শনিবার জেলা প্রশাসক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা সনদ তুলে দেওয়া হয়।
মেহেরপুর জেলা প্রশাসন আয়োজিত জেলার জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভায় তাঁদেরকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন স্থানীয় সরকার বিভাগের খুলনা বিভাগীয় পরিচালক হুসাইন শওকত। সভায় স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক, জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, পৌরসভার মেয়রগণ, সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউপি সচিব ও নিবন্ধন কাজে নিয়োজিত কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
সভায় পারফর্মেন্স এর ভিত্তিতে গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু, সাহারবাটি ইউনিয়ন পরিষদ মশিউর রহমান, কাথুলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান রানা, এবং দুই ইউনিয়নের সচিবকে পুরষ্কৃত করা হয়।
জানা গেছে, সরকারি নির্দেশনা অনুযায়ী জন্ম-মৃত্যু নিবন্ধন শতভাগ সম্পন্ন করতে হবে। শর্ত হচ্ছে- যেদিন কোন শিশু জন্ম গ্রহণ করবে সেই দিনই তার জন্ম নিবন্ধন সম্পন্ন করতে হবে। একইসাথে যদি কেউ মৃত্যু বরণ করেন তার নামও সেই দিনই নিবন্ধনের আওতায় আনতে হবে। এ কার্যক্রম বাস্তবায়নে ৬৪ জেলার মধ্যে মেহেরপুর জেলার অবস্থা অত্যান্ত নাজুক ছিল। তাই যথা সময়ে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে সরকারি বিশেষ নির্দেশনা দেওয়া হয় মেহেরপুর জেলার স্থানীয় সরকার বিভাগের উপর। যে নির্দেশনা বাস্তবায়নে যথাযথ ভুমিকা পালন করায় গাংনী ইউএনও, সাহারবাটি ও কাথুলী ইউনিয়ন পরিষদকে পুরস্কৃত করা হয়েছে।
.