গাংনী মহিলা ডিগ্রী কলেজের অফিস সহায়ক জাহাঙ্গীর আলমের শোক সভা ও দোয়া
এম চোখ ডট কম, গাংনী: গাংনী মহিলা ডিগ্রী কলেজের অফিস সহায়ক জাহাঙ্গীর আলমের মৃত্যুতে শোকাহত কলেজের শিক্ষক, কর্মচারী, পরিচালনা কমিটি ও ছাত্রীরা। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও মরহুমের বিদেহ আত্মার মাগফেরাত কামনায় আয়োজন করা হয় শোক সভার। আজ সোমবার (২৯ মে) সকালে কলেজ সভা কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে গভীর শোক প্রকাশ করা হয়। অনুষ্ঠানে গাংনী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ খোরশেদ আলীর সভাপতিত্বে ও সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মনোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কলেজের শিক্ষকবৃন্দ ও ছাত্রীবৃন্দ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রয়াত জাহাঙ্গীর আলমের পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে এক দো’আ মোনাজাতে আল্লাহর কাছে জাহাঙ্গীর আলমের আত্মার শান্তি কামনা করা হয়। রোববার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন জাহাঙ্গীর আলম।