এম চোখ ডটকম, গাংনী :
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, এ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য দেশের সকলকে কাধে কাধ মিলিয়ে, হাতে হাত রেখে বঙ্গবন্ধুর নীতি আদর্শ বুকে ধারণ করে। দেশপ্রেম নিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় আমাদেরকে কাজে ঝাপিয়ে পড়তে হবে।
মেহেরপুরের কৃতি সন্তান জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, আমাদের মানুষকে ভালোবাসতে হবে। একে অপরের উপর শ্রদ্ধাবোধ থাকতে হবে। শ্রদ্ধা ও ভালোবাসার মধ্যদিয়ে মানুষের মন জয় করে, মানুষের প্রত্যাশা পূরণ করতে হবে। সেই দায়িত্ব আমাদের পূর্বপুরুষরা আমাদের কাধে রেখে গেছেন। সেই দায়িত্বে আমরা অবহেলা করলে আমাদের আগামী প্রজন্ম কখনো ক্ষমা করবে না। মেহেরপুরের গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেকের দায়িত্ব পালনের তিন বছর পূর্তি উপলক্ষে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
বৃহস্পতিবার (৫মে) দুপুরে গাংনী উপজেলা পরিষদ সভা কক্ষে মেহেরপুরের গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেকের দায়িত্ব পালনের তিন বছর পূর্তি উপলক্ষে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।
ঈদ উপলেক্ষ্যে রম্য আয়োজন পড়তে ক্লিক করুন।
অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর-২ গাংনী আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, উপজেলা নিবার্হী মৌসুমী খানম, পৌর মেয়র আহম্মেদ আলী, গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রাজ্জাক। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
জনপ্রশাসন প্রতিমন্ত্রীর আরও খবর