219
এম চোখ ডট কম: মেহেরপুর সদর উপজেলার নব গঠিত বারাদী ইউনিয়ন এর জাসদ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী নুরু-উছ-সাফা প্লাবন আজ বুধবার(৪মে) সন্ধ্যায় ইউনিয়ন জাসদ অফিসে ঈদের দ্বিতীয় দিনে দলীয় নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় প্লাবন বলেন, আগামী ১৫ ই জুন নব গঠিত বারাদী ইউনিয়ন এর নির্বাচন।এই নির্বাচনে আমাদের লক্ষ্য একটি শোষণমুক্ত, স্বচ্ছ জবাবদিহি মূলক পরিষদ বারাদী ইউনিয়ন বাসীকে উপহার দেওয়া। পাশাপাশি সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ ভাবে মশাল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।