পায়ে হেঁটে বিশ^জয়ের স্বপ্নে ভারতীয় যুবক মেহেরপুরে
মাজেদুল হক মানিক:
পলিথিন আর প্লাস্টিক যত্রতত্র ব্যবহারে পৃথিবী হয়ে উঠেছে ভারসম্যহীন। তাই পলিথিন ও প্লাস্টিকের উত্তম ব্যবহার নিশ্চিত করার বার্তা ছড়িয়ে দিতে বিশ্বভ্রমণ করছেন ভারতীয় এক যুবক। পায়ে হেঁটেই ভারতের ২৭টি রাজ্য ভ্রমণ শেষে একন সে মেহেরপুর জেলায় রয়েছে। বাংলাদেশ ঘুরে তার লক্ষ্য বিশে^র বিভিবন্ন প্রান্তে গিয়ে এ বার্তা পৌছানো। ইস্পাত কঠিন লক্ষ্য আর প্রতিকুলতা জয় করার মনোবলে বিশ^জয়ের স্বপ্ন পুরণে যাচ্ছে এই যুবক।
ভারতের মাহরাষ্ট্রের নাগপুরের ২১ বছর বয়সী যুবক রোহান আগরওয়াল। পায়ে হেঁটে বিশ^ ভ্রমণের স্বপ্ন নিয়ে ৯০৮ দিন আগে শুরু হয় তার যাত্রা। এ সময়ে ভারত ও বাংলাদেশের ১৫ হাজার কিলোমিটার পাড়ি দিয়েছেন পায়ে হেঁটে। প্রথমে ভারতের ২৭টি প্রদেশ ভ্রমণ শেষে বাংলাদেশে প্রবেশ করেন। বাংলাদেশের ৩৬টি জেলা ঘুরে বর্তমানে তার অবস্থান মেহেরপুরে। রোববার (১৯ ফেব্রুয়ারী) মেহেরপুর জেলার গাংনী থেকে তার জেলা ভ্রমণ শুরু হয়। বিকেলে পৌছায় মেহেরপুর শহরে। এ যাত্রায় সে বিভিন্ন এলাকার স্কুল কলেজের ছাত্রছাত্রীদের মাঝে ভ্রমণ বার্তা ছড়িয়ে দেয়। বিশেষ করে পলিথিন আর প্লাস্টিকের অপব্যবহাররোধে করণীয় নিয়ে আলোচনা করেন রোহান।
বাংলাদেশ ভ্রমণ শেষে নেপাল হয়ে পর্যায়ক্রমে সাইবেরিয়ার পর্যন্ত ভ্রমণ করতে চান তিনি। দীর্ঘ এই ভ্রমণ কঠিন প্রতিকুলতা জয় করেই লক্ষ্য অর্জনের আশা করছেন এই ভ্রমণ পিয়াসি যুবক।
রোহানের এই উদ্যোগ সাধুবাদ জানিয়েছেন স্থানীয় মানুষ। তারা রোহানের ভ্রমণ সফলতা কামানা করেছেন।