239
এম চোখ ডটকম,বারাদী :
মেহেরপুর সদর উপজেলা বারাদী ইউনিয়নের বর্শিবাড়িয়া গ্রামে ঐতিহ্যবাহী নাইট গাদন খেলার উদ্বোধন করা হয়েছে। খেলায় মোট ১৬টি দল অংশগ্রহণ করবে। উদ্বোধনী খেলায় বারাদী দিকে হারিয়েছে আমঝুপি একাদশ। আজ মঙ্গলবার রাত ৯ টার সময় বর্শিবাড়িয়া গ্রামে ঐতিহ্যবাহী এ গাদন খেলার শুভ উদ্বোধন করা হয়। সাজিবারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর সদর থানার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বারাদি ইউনিয়নের চেয়ারম্যান মোমিনুল ইসলাম, মোমিন। বিশেষ অতিথি ছিলেন ফরজ আলি,ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিয়ামুল, রুহুল, ছিদ্দিক, শরিফুল, মোতাকাব্বির, মোফিজুল,প্রমুখ। খেলা পরিচালনা করেন আহসান হাবীব খোকন । উদ্বোধনী দিনে বারাদীকে ২/১ গাদনে হারিয়েছে আমঝুপি একাদশ।