এম চোখ ডট কম, গাংনী:
গাংনীতে মাথাভাঙ্গা নদী থেকে বালু উত্তোলনের অপরাধে আজগর আলী (৪৬) নামের এক ড্রেজার মালিককে সাত দিনের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার গাংনী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এ দণ্ডাদেশ দেন।
দণ্ডিত আজগর আলী মেহেরপুর সদর উপজেলার কোলা গ্রামের আবু বক্করের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, গাংনী উপজেলার আমতৈল গ্রামে মাথাভাঙ্গা নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছিলেন আজগর আলী। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী দণ্ডনীয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ড্রেজার মালিক আজগর আলীকে আটক করা হয়। এসময় তাকে সাত দিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। একই সাথে ড্রেজার জব্দ করা হয়। ড্রেজার বিক্রি করে সরকারি কোষাগারে টাকা জমা দিতে ষোলটাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নির্দেশন দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
268
previous post