এম চোখ ডটকম, মুজিবনগর : গুড নেইবারস্ বাংলাদেশ, মেহেরপুর সিডিপি’র উদ্যোগে সেন্ট জেভিয়ারস জুনিয়র হাই স্কুল অডিটরিয়াম হল রুমে আদর্শ বাবা সমাবেশে আলোচনা সভা ও বাবাদের শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ৩টায় সিডিপি’র প্রজেক্ট ম্যানেজার মিঃ বিভব দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মেহেরপুর সিডিপি’র সিনিয়র প্রেগ্রাম অফিসার এস.এম. রিফাত আল মাহমুদ, সমাজসেবা অফিসার আব্দুর রব, মুজিবনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত শরিফুল ইসলাম, কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটির সভাপতি মি: সংকর বিশ্বাস, সহসভাপতি আক্কাস আলী, ভবরপাড়া ক্যাথলিক চার্চের ফাদার ভিনসেন্ট, সেন্ট জেভিয়ারস জুনিয়র হাই স্কুলের প্রধান শিক্ষিকা সিষ্টার মালতি প্রমুখ। ওই প্রজেক্টে সদস্য ও স্পন্সর শিশুর বাবারা এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সিডিপি’র প্রজেক্ট ম্যানেজার মি. বিভব দেওয়ান শিশু বিবাহ না দেওয়ার জন্য উপস্থিত আদর্শ বাবাদের শপথ পাঠ করান এবং অঙ্গীকার নামায় স্বাক্ষর করে নেয়। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন কবিতা খাতুন।
মুজিবনগরে সিডিপি’র উদ্যোগে আদর্শ বাবা সমাবেশ
272