মুজিবনগরে ৬০জন শিক্ষাথীকে শিক্ষাবৃত্তি প্রদান
এম চোখ ডট কম, মুজিবনগর :
মুজিবনগরের গোপালনগর কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর উদ্যোগে ৬০জন মেধাবি শিক্ষাথীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
রোববার সকালে গোপালনগর কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর নিজস্ব ভবনের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ বৃত্তি প্রদান করা হ য়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালনগর কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা সমবায় অফিসার প্রভাস চন্দ্র বালা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুজিবনগর থানা ইনচার্জ (ওসি) উজ্জল কুমার দত্ত, জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দীন, মুজিবনগর উজেলা সমবায় অফিসার।
উপস্থিত ছিলেন ওওই সংস্থ্যার সহসভাপতি সাফায়েত হোসেন, অর্থসম্পাদক আবু নাঈম ডালিম, সদস্য আনিদুল ইসলাম ও ইনছান আলী প্রমুখ।
সঞ্চালনায় ছিলেন সংস্থ্যার ডিজিএম মাহফুজুর রহমান। গোপালনগর কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, ৬ষ্ট, ৭ম, ৮ম, ৯ম, ও ১০ শ্রেণীতে মোট ৬০জনকে শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে। আগামীতে গোপালনগর কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ পক্ষ থেকে এ সহযোগীতা অব্যাহত থাকবে।