394
এম চোখ ডটকম: মেহেরপুর সদর উপজেলা পিরোজপুর তালতলা মাঠ থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে দশটার সময় তালতলা মাঠে কলা চাষি ইজ্জত আলীর ছেলে জামারুল লেবার নিয়ে কলা কাটার সময় লেবার গন্ধ পাই খোজা খুঁজির পর দেখতে পাই একজন নারীর লাশ জাদুখালি ক্যাম্পে খবর দিলে এসআই সাইদুর রহমান উপস্থিত হয়। লাশের পাশে থাকা একটি ছোট ব্যাগের কিছু মোবাইল নাম্বার পাওয়া যায় পরে ওই মোবাইল নাম্বার ধরে তার নাম ঠিকানা সনাক্ত করা হয়। মহিলার নাম মালেকা ৫৫ স্বামী মৃত নুরুল ইসলাম নওদাপাড়া আজিমপুর থানা মিরপুর জেলা কুষ্টিয়া।