সড়ক দুর্ঘটনায় গাংনীর মাসুদ মহুরীর মৃত্যু
মেহেরপুর- চুয়াডাঙ্গা সড়কের কোলার মোড়ে ইজিবাইক উল্টে মাসুদ রানা (৪৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছে ইজিবাইক চালকসহ আরো পাঁচজন। তাদেরকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। মাসুদ রানা গাংনী উপজেলার মোহাম্মদপুর গ্রামের ফিরোজ খান্নুনের ছেলে ও গাংনী সাব রেজিস্ট্রি অফিসের সহকারী দলিল লেখক। পুলিশ জানায়, দুপুরে মেহেরপুর কোর্ট রোড থেকে একটি ইজিবাইক পাঁচ জন যাত্রী নিয়ে মেহেরপুর- চুয়াডাঙ্গার সড়ক হয়ে গাংনীর দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌছানের সময় হঠাৎ সেটি নিয়ন্ত্রণ হারায়। এতে ইজিবাইকে থাকা সকলেই রাস্তার উপর ছিটকে পড়ে আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল তাদেরকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মাসুদ রানাকে মৃত ঘোষণা করেন। অন্যান্য যাত্রীদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, মাসুদ রানার মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। তার পরিবারের কাছে সংবাদ প্রেরণ করা হয়েছে।