মেহেরপুরে এসএসসি ২০০৮ ব্যাচের পুনর্মিলনী
এম চোখ ডট কম, মেহেরপুর :
মেহেরপুরে এসএসসি ২০০৮ ব্যাচের বন্ধুদের ২০ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার (০১ জুলাই) সকালে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মেহেরপুর সরকারি বালক এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০৮ ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেয়। অনুষ্ঠান থেকে দুই স্কুলের শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়। বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোজাম্মেল হক, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুজ্জামান, রাজবাড়ী জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও সাবেক শিক্ষক সালাউদ্দিন আহমেদ, শিক্ষক আব্দুর রাজ্জাক, আবুল কালাম আজাদ, সেকেন্দার আলী, আব্দুল মান্নান, ২০০৮ এর বন্ধু প্লাবন, সুব্রত মল্লিক, আরাফাত আল আকাশ, জান্নাতুল পিংকি প্রমুখ । পরে একটি শোভাযাত্রা ও সংস্কৃতি অনুষ্ঠানে মিলিত হন শিক্ষক ও ২০০৮ ব্যাচের বন্ধরা।
আরও পড়ুন : হলি আর্টিজানে জঙ্গি হামলার ৭ বছর আজ দেশের অভ্যন্তরীণ ব্যাপারে অন্য দেশের হস্তক্ষেপ সমুচিত নয়- গাংনীর সাহেবনগর স্কুলে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার