মেহেরপুরে গোয়েন্দা পুলিশের অভিযানে ফেনসিডিলসহ আটক-২
মেহেরপুর সংবাদদাতা : মেহেরপুরে ৪০বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা (ডিবি)পুলিশ। গত সোমবার(১১ মার্চ) দিবাগত রাত ৮টার দিকে তাদেরকে আটক করা হয়।আটককৃতরা হলেন-মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামের হামিদুল শেখের ছেলে মহিদুল শেখ (২৫) ও একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে পারভেজ হোসেন (২৪)। মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি সাইফুল আলম জানান, মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর এলাকায় ডিবি পুলিশের একটিদল সেখানে অভিযান চালিয়ে ৪০ বোতল ফেনসিডিলসহ মহিদুল শেখ ও পারভেজ হোসেনকে আটক করে। তিনি আরো জানান,আটককৃত আসামীদের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। যার মামলা নং-১৫, তারিখ-১২/০৩/২৪, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৪(খ)/৪১।