433
মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল
এম চোখ ডটকম,মেহেরপুর: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবায়দা রহমানের বিরুদ্ধে আদালতের রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মেহেরপুর জেলা বিএনপি। আজ বিকেল মেহেরপুর শহরের কাথুলি বাস স্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন। জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিলটন,গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু মেহেরপুর পৈার বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসসহ দলীয় নেতাকর্মীরা মিছিলে অংশ নেয়। এ সময় তারা তারেক রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে আদালতের রায় অবিলম্বে প্রত্যাহারের দাবি করেন।