298
মেহেরপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন
মেহেরপুরের চোখ ডট কম, মেহেরপুর :
মেহেরপুরে পালিত হয়েছে বিশ্ব অটিজম সচেতনতা দিবস। এ উপলক্ষে আজ বেলা ১১টার সময় জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভার আয়োজন করে জেলা সমাজসেবা কার্যালয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার রাফিউল আলম। সমাজসেবার উপ পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অলোক কুমার দাস।
“রূপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরো বান্ধব অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠন” স্লোগান টি নিয়ে বক্তব্য রাখেন অতিথিবৃন্দ। আলোচনা সভায় অটিজমদের অবহেলা না করে এগিয়ে নেওয়ার পরামর্শ দেন বক্তারা। অনুষ্ঠানে বিভিন্ন এনজিও সমাজকর্মী ও অটিজম শিশুরা অংশগ্রহণ করে।