মেহেরপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত
এম চোখ ডট কম, মেহেরপুর :
“তামাকমুক্ত পরিবেশ, সুস্বাস্থ্যের বাংলাদেশ” প্রতিপাদ্যে মেহেরপুরে পালিত হয়েছে বিশ্ব তামাকমুক্ত দিবস। দিবসটি উপলক্ষে আজ সকাল সাড়ে ৯ টার সময় একটি র্যালি বের করা হয়। নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আশরাফুজ্জামান ভূঁইয়া।
উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শামসুল আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার অলোক কুমার দাস, জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: মোখলেছুর রহমানসহ সরকারী কর্মকর্তাবৃন্দ।
আরও পড়ুন মোবাইলেই মিলবে ৫০ হাজার টাকার ঋণ
র্যালিটি সদর উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান। আলোচনায় অংশগ্রহন করেন জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার এসএম শফিউল ইসলাম, সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলাম, আশ্রয় সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক তৌহিদ উদ দৌলা, সুবাহ সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মঈন উল আলম।
তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন ও তা প্রয়োগ নিয়ে আলোচনা করেন বক্তারা। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মচারী, নার্স, স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
আরও পড়ুন গাংনীতে ৭০ বোতল ফেনসিডিলসহ চার জন আটক