মেহেরপুর জেলায় তীব্র তাপপ্রবাহে শ্রমজীবী মানুষের দুর্দশা
মেহেরপুরের চোখ ডটকম, গাংনী:
তীব্র তাপ প্রবাহে মেহেরপুরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শনিবার মেহেরপুর-চুয়াডাঙ্গা অঞ্চলে ৪২.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে চুড়াডাঙ্গা আবহাওয়া অফিস। যা একটানা ১৬ দিন ধরে এ অঞ্চলে সর্বোচ্চ তামমাত্রার পারদ ছোয়ার রেকর্ড। এত বিপর্যস্ত হয়ে পড়েছেন শ্রমজীবী মানুষের।
আজ রোববার সকাল থেকেই তাপমাত্রা পারদ উঠতে শুরু করেছে। ফলে বেলা বাড়ার সাথে সাথে সড়কে মানুষ চলাচল কমে যাচ্ছে। রোযা রেখে তীব্র গরম উপেক্ষা করে কাজ করছেন শ্রমজীবী মানুষেরা। প্রচণ্ড তাপদাহে জীবন বিপন্ন হলেও পেটের তাগিদেই কাজ করতে হচ্ছে এসব মানুষের।
অপরদিকে ঈদ সামনে রেখে বাড়তি ভাড়ার আশায় বাড়ি থেকে বের হচ্ছেন ভ্যান চালকরা। কিন্তু দীর্ঘ সময় রোদের মধ্যে অপেক্ষা করেও মিলছে না কাঙ্খিত পরিমাণ যাত্রী। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তেমন যাত্রী পাচ্ছেন না এসব শ্রমজীবী মানুষেরা। ফলে পরিবারের ঈদের খরচ জোগানো নিয়ে শংকিত তারা।