মেহেরপুর প্রেস ক্লাবের আহবায়ক ও উপদেষ্টা কমিটি গঠন
এম চোখ ডট কম, মেহেরপুর :
মেহেরপুর প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক মহসীন আলী আংগুরকে আহবায়ক করে তিন সদস্য কমিটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সিনিয়র সাংবাদিক জাহিদ হোসেন ও উজ্জল আহবায়ক কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। দ্বিবার্ষি ক কমিটির মেয়াদ পূর্ণ হওয়ায় পরবর্তী নতুন কমিটি গঠনের নির্বাচনের লক্ষ্যে আহবায়ক কমিটি গঠন করা হয়।
ঐতিহাসিক মুজিবনগর পর্যটন মোটেলে মঙ্গলবার দিনব্যাপী মেহেরপুর প্রেস ক্লাবের সাধারণ সভায় এ আহবায়ক কমিটি গঠন করা হয়। একই সাথে গঠন করা হয় উপদেষ্টা কমিটি। উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন- সিনিয়র সদস্য রহুল কুদ্দুস টিটো, আলামিন হোসন, রফিকুল আলম, ওয়াজেদুল হক জেদু ও নুরুল হুদা।
মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ফারুক হোসেনের সভাপতিত্বে সাধারণ সভা শুরু হয়। স্বাগত বক্তব্যে বিদায়ী নির্বাহী পরিষদের দুই বছরে বাস্তবায়িত প্রেস ক্লাবের উন্নয়ন চিত্র ধরেন প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ফজলুল হক মন্টু।
যুগ্ম সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিকের সঞ্চালনায় সাধারণ সভার নির্বারিত আলোচ্য সুচী অনুযায়ী আলোচনায় অংশ নেন সদস্যরা। আয়-ব্যয়ের হিসাব উত্থাপন করেন অর্থ সম্পাদক জি এফ মামুন লাকি।
সভায় মেহেরপুর েপ্রস ক্লাবের সদস্য কল্যাণ তহবিল ব্যবস্থাপনা নীতিমালা-২৩ অনুমোদিত হয়। প্রেস ক্লাবের সদস্যদের আপদকালীন সহযোগিতার জন্য অর্থ সংগ্রহ করা হয়েছে। এই নীতিমালা অনুসারে আপদকালীন সহযোগিতা প্রদান করা হবে। যা প্রেস ক্লাবের ইতিহাসে একটি মাইলফলক হিসেবে আখ্যায়িত করেন উপস্থিত সদস্যর।
মেহেরপুর প্রেস ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী চলতি কার্য নির্বাহী পরিষদের মেয়াদ পূর্ণ হওয়ায় আহবায়ক কমিটি গঠন পূর্বক দায়িত্বভার অর্পণ করা হয়। আহবায়ক কমিটি গঠনতন্ত্রের সংশ্লিষ্ট ধারা অনুসারে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করবে। যে কমিটি তফশীল ঘোষণার মাধ্যমে নির্বাচনী কার্মক্রম বাস্তবায়ন করবে।
সাংবাদিকদের স্বার্থ রক্ষা ও সুস্থ্য ধারার সাংবাদিকতাকে এগিয়ে নিতে মেহেরপুর প্রেস ক্লাবের ভুমিকা অনন্য। ভবিষ্যতেও এ ধারা অব্যহত থাকবে বলে আশা প্রকাশ করেন প্রেস ক্লাব সদস্যরা।