325রফিকুল আলম বকুল, মেহেরপুরের চোখ ডট কম:
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ মুনসুর আলম খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহবায়ক ও পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন, জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, জেলা জজ কোর্টের পিপি এ্যাডঃ পল্লব ভট্টাচার্য ও শিক্ষক পরিষদের সম্পাদক ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক হাসানুজ্জামান ডাবলু।
মেহেরপুর সরকারি মহিলা কলেজে নবীন বরণ
রফিকুল আলম বকুল, মেহেরপুরের চোখ ডট কম:
এসো নুতন করি বরণ, তোমাদের আগমনে ধন্য হোক এ । এ শ্লোগানকে ধারণ করে মেহেরপুর সরকারি মহিলা কলেজ এ নবীন বরণ ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা সাড়ে এগারটার দিকে কলেজ চত্ত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছাত্রীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তৃতা করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। সভাপতিত্ব করেন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, মেহেরপুর স্বাধীনতার সুতিকাগার। এই জেলাকে শিক্ষা, কৃষি ও ইতিহাস ঐতিহ্য কে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তিনি এই সরকারের সময় মুজিবনগর বিশ্ববিদ্যালয়সহ মেহেরপুরের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করেন। তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো সহ তার সময়ে গ্রহীত উন্নয়ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করেন।
আরও পড়ুন : গাংনীতে ছাত্রীর শ্লীলতাহানীর অভিযোগ মাদ্রাসা সুপারের বিরুদ্ধে সাদমানের ১১ ঘণ্টা ১৪ মিনিট ব্যাটিং, বাংলাদেশের রেকর্ড