এম চোখ ডট কম, আন্তর্জাতিক ডেস্ক:
ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে প্রবেশ করেছেন রুশ সেনারা। সেখানে তুমুল যুদ্ধ চলছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরা। বাংলাদেশ সময় রোববার বিকেল সাড়ে ৫টার দিকে এ সংবাদ প্রকাশ করে। এ নিয়ে রুশ সেনাদের দখলে ইউক্রেনের চার শহর।
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার ভোর থেকে সামরিক অভিযানের পর এ পর্যন্ত ইউক্রেনের চারটি শহর দখলে নেয় রুশ সেনারা। শহরগুলোতে প্রতিরোধ গড়ে তুললেও বেশিক্ষণ দাঁড়াতে পারছেন না ইউক্রেন সেনারা। কম শক্তি খরচ করেই একের পর গুরুত্বপূর্ণ শহর দখল করা হচ্ছে বলে বার্তা সংস্থা গুলো জানিয়েছে।
আরও পড়ুন
ফাদার অব অল বোম্বস মারবে রাশিয়া (ভিডিও)
খারকিভে রুশ সেনা:
খারকিভ হচ্ছে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তর শহর। শহরটি ইউক্রেনের গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচিত। রুশ সেনারা সেখানে ঢুকে পড়লে ইউক্রেনীয় সেনাবাহিনীর সাথে তুমুল যুদ্ধ শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত খারকিভ ও রাজধানী কিয়েভে যুদ্ধ চলেছে।
২৫ ফেব্রুয়ারী সন্ধ্যায় রুশ সেনারা ইউক্রেনের মেলিটপোল শহরে প্রবেশ করলেও কোন বাধার সুম্মুখিন হয়নি। প্রতিরোধ ছাড়াই শহরটি দখরে নেয় রাশিয়ানা সেনাবাহিনীর সদস্যরা।
ইউক্রেনেরর সংবাদ মাধ্যমগুলো জানায়, ইউক্রেনের দক্ষণাঞ্চলীয় খোরশেন ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বারদিয়ানস্ক শহর দখলে নিয়েছে রুশ সেনারা। এছাড়াও নোভা কাখোভকা তাদের দখলে রয়েছে
এদিকে নোভা কাখোভকা দখলে থাকায় বিপাকে পড়েছে ইউক্রেন। কাখোভকা আকারে ছোট শহর হলেও কৌশলগত কারনে খুবই গুরুত্ব বহন করে থাকে। কেননা এই শহর দিয়েই পানিপথে ক্রিমিয়া যাতায়ত করা হয়।
1 comment
[…] রুশ সেনাদের দখলে ইউক্রেনের চার শহর […]