গাংনীতে জাল নোটসহ একজনকে আটক করেছে র্যাব
এম চোখ ডট কম, গাংনী:
মেহেরপুরের ভাটপাড়া আবাসন এলাকা থেকে ৪২ টি ১ হাজার টাকার জাল নোটসহ আমিরুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। র্যাব-১২ মেহেরপুরের গাংনী ক্যাম্পের সদস্যরা শনিবার মধ্যরাতে এ অভিযান পরিচালনা করেন।
গতকাল রোববার দুপুরে র্যাবের দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, আমিরুল ইসলাম ওরফে খোকন জাল টাকা বিক্রয়ের জন্য বাড়িতে প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাব। অভিযানে তার বাড়ি থেকে ৪২ হাজার জাল টাকাসহ আমিরুলকে আটক করা হয়। জাল নোট রাখার দায়ে তার নামে মামলাসহ গাংনী থানায় সোপর্দ করেছে র্যাব।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানি ইসরাইল জানান, র্যাবের দায়েরকৃত মামলার আসামি হিসেবে আমিরুল ইসলাম ওরফে খোকনকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।