এম চোখ ডটকম, মেহেরপুর: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে ২১ এর প্রথম প্রহরে মেহেরপুর শহরের শহীদ ড. সামসুজ্জোহা পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগের নেতা কর্মীরা। প্রথমে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপির পক্ষে থেকে শ্রদ্ধঞ্জলি অর্পন করা হয়। পরে ও জেলা আওয়ামী লীগের পক্ষে জেলা যুগ্মসম্পাদক অ্যাডভোকেট ইব্রাহীম শাহীন, আইন বিষয়ক সম্পাদক এড পল্লব ভট্টাচার্য, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য শামিম আরা হিরা, বুড়িপোতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহজামান, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ একে একে শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও মেহেরপুর জেলা প্রশাসনের পক্ষে সকালে প্রভাত ফেরী, দিনব্যাপি আলোচনা সভা, রচনা প্রতিযোগীতা, একুশের গান, কবিতা আবৃতি এবং চিত্রাঙ্কন ও হাতের লেখা প্রতিযোগীতাসহ নানা কর্মসূচীর আয়োজন করা হয়।
মেহেরপুর আ.লীগের শহীদ দিবস ও মাতৃভাষা দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ
344