গাংনীতে সাবেক ছাত্রনেতা শিপুর উদ্যোগে আনন্দ মিছিল
এম চোখ ডট কম, গাংনী:
জাতীয় সংসদ নির্বাচনের তফশীল ঘোষণা উপলক্ষে গাংনীতে আনন্দ মিছিল করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সাবেক ছাত্রনেতা শাহিদুজ্জামান শিপুর উদ্যোগে আয়োজিত মিছিলে বিভিন্ন এলাকার নেতাকর্মীরা অংশ নেয়।
সন্ধ্যায় উত্তরপাড়াস্থ শিপুর রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে একটি আনন্দ মিছিল শুরু হয়। সিপুর নেতৃত্বে মিছিলটি প্রধান সড়ক হয়ে বাস স্ট্যান্ডে সমাবেশে মিলিত হয়।
মিছিলে তফশীলকে স্বাগত জানানোর পাশাপাশি নৌকার পক্ষে নানান স্লোগান দেওয়া হয়।
সমাবেশ বক্তব্যে শাহিদুজ্জামান শিপু বলেন, আজকে থেকে আমরা নির্বাচনের দিন পর্যন্ত শেখ হাসিনার জন্য নৌকা মার্কায় ভোট চাইবো। ৭ জানুয়ারীর আগ পর্যন্ত আমরা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে শেখ হাসিনার উন্নয়ন বার্তা দিয়ে নৌকায় ভোট প্রার্থনা করবো। সমাবেশে উপস্থিত নেতাকর্মীদেরকে নির্বাচনের বিষয়ে আরও সক্রিয় হওয়ার আহবান জানান সিপু।
সমাবেশে আরও বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম স্বপন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পৌর কৃষক লীগের সহ সভাপতি আলাল উদ্দীন রিন্টু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক লীগের আহবায়ক মনিরুল ইসলাম মনি, যুগ্ম আহবায়ক আবুল বাসার, সাবেক ছাত্রলীগ নেতা জুবায়ের হোসেন উজ্জল, তানভিরুল ইসলাম উজ্জল, সৈনিক লীগের আহবায়ক আমিরুল ইসলাম, গাংনী বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ রফিকসহ নেতৃবৃন্দ।