দোকান উচ্ছেদের প্রতিবাদে এবার ব্যবসায়ীদের শরীরে কাফনের কাপড়
এম চোখ ডট কম, মেহেরপুর :
মেহেরপুর কোর্ট মসজিদের জায়গায় ২৫টি দোকান উচ্ছেদের প্রতিবাদে এবার কাফনের কাপড় পরে রাস্তায় নেমেছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। ঘোষিত ৫ দফা কর্মসুচীর আলোকে আজ রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মুর্দার পোষাকে তারা অবস্থান নেয়।
৭ জুন জেলা প্রশাসন থেকে উচ্ছেদের অংশ হিসেবে এ মার্কেটের ২৫টি দোকান গুড়িয়ে দেওয়া হয়। ব্যবসায়ীদের পর্যাপ্ত সময় না দিয়ে জেলা প্রশাসক হটকারি সিদ্ধান্তে এ উচ্ছেদ করেছেন মর্মে প্রতিবাদ শুরু করেন ব্যবসায়ীরা।
আরও পড়ুন: মেহেরপুরে কোর্ট মার্কেট উচ্ছেদের প্রতিবাদে ভিক্ষার থালা হাতে রাস্তায় ব্যবসায়ীরা
কাফনের কাপড় পরে অবস্থান কর্মসুচীর নেতৃত্বে ছিলেন হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল সিমন। কর্মসূচীতে যোগ দেন মেহেরপুর চেম্বার্স অব কমার্সের সভাপতি গোলাম রসুল ও সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল। সঞ্চালনা করেন হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ সভাপতি শেখ মোমিনুল ইসলাম। বক্তব্য রাখেন ভূক্তভোগী দোকান মালিক ইজারুল ইসলামসহ অন্যরা।
এ সময় এক ঘন্টা হোটেল বাজার ব্যবসায়ী সমিতির অধিনে দোকানমালিকরা ব্যবসা বন্ধ করে রাখেন।
বক্তার বলেন, অন্যায়ভাবে আমাদের দোকাঘরগুলো গুড়িয়ে দেওয়া হলো। এখন আমরা পথে বসেছি। ব্যবসা নিয়ে কি দিয়ে সংসার চালাবো সেটি নিয়েই সংশয়ে আছি। অথচ ৬ দিন অতিবাহিত হলেও জেল প্রশাসক এখন পর্যন্ত আমাদের কোন খোজ খবর নেয়নি। এমনকি জামানতের টাকাও ফেরত দেওয়া হয়নি। সমস্যার সামধান না হলে আজ বিকেলে ব্যবসায়ীদের বসে নতুন কওে কঠোর কর্মসূচীর ঘোষণা দেন বক্তারা।
উল্লেখ্য, গেল মঙ্গলবার শহরের কোট মোড়ে অবৈধ স্থাপনা বলে ২৫ টি দোকান উচ্ছেদ করে জেরা প্রশাসন। যদিও ব্যবসায়ীরা দাবি করে আসছিলো তিন লাখ টাকা জামানত দিয়ে জেলা প্রশাসনের সাতে চুক্তি করে ব্যবসা করে আসছে দীর্ঘ ১০ বছর ধরে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পুনর্বাসন, জেলা প্রশাসকের অপসারণের দাবিতে প্রতিবাদী নানা কর্মসুচী ঘোষণা করে ব্যবসায়ী সমিতি।
আরও পড়ুন