বুড়োর ভীমরতি! গাংনীতে পুত্রবধুর শ্লীলতাহানীর চেষ্টা
এম চোখ ডটকম,গাংনী: আবারো পুত্রবধুকে শ্লীলতাহানীর চেষ্টায় গণধোলাই খেয়েছে আলোচিত শহীদুল(৬৫)। আজ বুধবার দুপুরে নিজ ঘরে পুত্রবধুর শ্লীলতা হানীর চেষ্টা চালায় শহীদুল। পুলিশ শশুর ও পুত্রবধুকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে। ঘটনাটি ঘটেছে মেহেরপুরের গাংনী উপজেলার হেমায়েতপুরে। শহিদুলের পিতার নাম মৃত জান মোহাম্মদ বিশ্বাস।
স্থানীয়রা জানান, ঘর পরিষ্কার করার জন্য পুত্রবধুকে ডাক দেয় শশুর শহীদুল । পুত্রবধু ঘরে আসলেই একা পেয়ে পেছন থেকে জাপটে ধরে শ্লীলতাহানীর চেষ্টা করে সে। নিজেকে রক্ষা করার জন্য চিৎকার দেয় ওই পুত্রবধু। চিৎকার শুনে প্রতিবেশিরা এসে তাকে উদ্ধার শশুর শহীদুলকে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে স্থানীয় হেমায়েতপুর পুলিশ ক্যাম্পে খবর দিলে পুলিশের একটি টীম শশুর ও পুত্রবধুকে থানায় সোপর্দ করে।
স্থানীয়রা আরো জানান, ইতোপূর্বে শহীদুল ইসলামের এ ধরণের আচরনের কারণে ছেলের তিনটি বউ ঘরছাড়া হয়েছে। স্থানীয়ভাবে সালিশ বসে জরিমানা করে। মুচলেকা দেয় কিন্তু পরে আবারো একই কাজে লিপ্ত হয় শহীদুল। তার বিচারের দাবী করেছেন স্থানীয়রা। সর্বশেষ পুত্রবধুর মামলায় শহীদুলের একবার কারাবাস হয়।
শহিদুল ইসলাম জানান, তিনি মাঠ থেকে বাড়ি এসে ঘরে ঘুমিয়েছিলেন। পুত্রবধু অন্যের প্রলোভনে পড়ে মিথ্যা দোষ দিচ্ছে।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে শশুর ও তার পুত্রবধূকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।