এম চোখ ডটকম, মুজিবনগর :
মুজিবনগর উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীদের পদক,২০২২ সালে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক, স্কুল কাব, শিশু কাব শিক্ষক কে ক্রেস্ট এবং ১৪ টি প্রাথমিক বিদ্যালয় কে ল্যাপটপ প্রদান করা হয়েছে। উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে শনিবার বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন এমপি। উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস এর সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক শিরিনা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার রাফিউল আলম, গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার ( সার্কেল ) আজমল হোসেন মুজিবনগর থানা অফিসার ইনচার্জ মেহেদী রাসেল, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বাগোয়ান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আয়ুব হোসেন, মহাজনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমাম হোসেন মিলু, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আহসানুল হাবিব, মোঃ সামসুজ্জোহা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার এম আলাউদ্দীন। অনুষ্ঠানে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট, ২০২২ সালে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও শ্রেষ্ঠ শিক্ষকদের ক্রেষ্ট বিতরণ ও ১৪ টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলেন, মানসম্মত ও কোয়ালিটি এডুকেশন নিশ্চিত করতে প্রাথমিক বিদ্যালয়ের
ছাত্র-ছাত্রীদের আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে হবে। তিনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন স্মার্ট বাংলাদেশ গড়তে তোমাদের যুগোপযোগী হিসেবে গড়ে উঠতে হবে। তিনি বর্তমান সরকারের সময় শিক্ষাক্ষেত্রে বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন। মুজিবনগর উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে নুতন ভবন নির্মান ও অবকাঠামো নির্মাণের কথা উল্লেখ করেন।