189
মুজিবনগরে ৫ গ্রাম হেরোইনসহ ৩ মাদক কারবারিকে আটক
এম চোখ ডটকম,মুজিবনগর: মুজিবনগরে ৫ গ্রাম হেরোইনসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে মুজিবনগর থানা পুলিশ।
আজ শনিবার বিকেলে উপজেলার বল্লভপুর বটতলা মোড় থেকে অভিযান চালিয়ে হেরোইনসহ ওই তিনজনকে আটক করা হয়।
আটকরা হলেন : মুজিবনগর বল্লভপুর গ্রামের মৃত মিঠু বিশ্বাসের ছেলে বাবু বিশ্বাস(২৮}, বাগোয়ান গ্রামের মৃত জামিন মোল্লার ছেলে আজিজুল মোল্লা(৩১)ও একই গ্রামের মৃত মিলন মোল্লার ছেলে জান্টু মোল্লা।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে আগামীকাল রোববার আসামীদের আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।