মুজিবনগর বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
এম চোখ ডটকম,গাংনী: : ” আপনার নাগালেই পরিছন্ন হাত” এই প্রতিপাদ্যে মুজিবনগরে পালিত হলো স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে রবিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিশুদ্ধ পানি ও সাবান দিয়ে হাত ধুয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। এতে অংশ নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়া উদ্দিন বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা জাহাঙ্গীর আলম, বাগোয়ান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আয়ূব হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার তৌফিক আহমেদ , মুজিবনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন। হাত ধোয়া শেষে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।