100
মেহেরপুরে বিএনপির এক দফা দাবীতে সমাবেশ ও মিছিল
এম চোখ ডটকম,মেহেরপুর : এক দফা দাবী বাস্তবায়নের লক্ষে মেহেরপুরে মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও খালেদা জিয়ার মুক্তির দাবীতে এ কর্মসূচি পালিত হয়। এ উপলেক্ষ আজ সেমবার সকাল সাড়ে ১১ টার দিকে সরকারী কালেজ মোড় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পৌর কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। র্যালির নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন। এর আগে কলেজ মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে বক্তারা বর্তমান সরকারকে পদত্যাগ করে ত্তত্বাবধায়ক সরকারের মাধ্যমে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবী জানান। জেলা বিএনপির সাধারন সম্পাদক আমজাদ হোসেন , সহ সভাপতি জাবেদ মাসুদ মিল্টন মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ^াসসহ নেতা-কর্মীরা র্যালিতে অংশ নেয়।