183
মেহেরপুরে মাদক সমস্যা ভাবনা ও প্রতিরোধ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
এম চোখ ডটকম,মেহেরপুর: : মেহেরপুরে মাদকের বিভিন্ন সমস্যা, নাগরিকের ভাবনা ও প্রতিরোধে করণীয় নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা এগারোটার দিকে সদর উপজেলা কার্যালয়ের সভাকক্ষে এ সেমিনারের আয়োজন করে অ্যাসোসিয়েশন অব ডেভলেপমেন্ট এজেন্সিস বাংলাদেশ (এডাব)। সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার কর্মকর্তা ডাক্তার কাজী নাজিব হাসান। এ সময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অলোক কুমার দাস ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নীলা হাফিয়া৷ এডাপ মেহেরপুর জেলা শাখার সভাপতি আবুল কাশেম এর সভাপতিত্বে সেমিনারে বিভিন্ন দপ্তর কর্মকর্তা, এনজিও কর্মী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। সেমিনারে মাদকের যুবসমাজের সম্পৃক্ততা ও এর ভয়াবহতা নিয়ে আলোচনা করেন বক্তারা। মাদক প্রতিরোধে করণীয় সম্পর্কে পরামর্শ গ্রহণ করা হয়।